বোয়ালখালী প্রতিনিধি :
কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস কালুরঘাট সেতুতে ঢুকার সময় পিলার বাহী লড়ির সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিন । আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ট্রেনটি চন্দনাইশের দোহাজারি স্টেশনে গিয়ে প্রায় ৩০ মিনিট অপেক্ষারত থাকে। পরে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে উদ্ধার করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতু এলাকায় পিলার বোঝাই একটি ট্রাক প্রথমে রেললাইন পার হয়ে যায়। পরে আবার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে চলে এসে ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের ইঞ্জিন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে চট্টগ্রাম (পূর্ব) বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কামরুজ্জামান জানান, একটি পণ্যবাহী ট্রাক রেললাইনের পাশে পণ্য নামাচ্ছিল। এমন সময় ট্রাকের সাথে লেগে কক্সবাজারগামী ট্রেনের ইঞ্জিনের ক্ষয়ক্ষতি হয়।
তবে ইঞ্জিনটি চলতে পারছে। কিন্তু আমরা দীর্ঘ লাইনে চালায়নি।
তিনি আরো বলেন, ট্রেনটি এই অবস্থায় পিছনে আরেকটি ইঞ্জিনের সাহায্যে দোহাজারী পর্যন্ত টেনে নিয়ে গেছি।পরে দোহাজারী থেকে ট্রেনের ইঞ্জিনটি পরিবর্তন করে আরেকটি ইঞ্জিন দিয়ে গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায়। এবং ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি আবার ফিরিয়ে নিয়ে আসি।