জাহাঙ্গীর আলম চৌধুরী সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় ওভারটেক করতে গিয়ে বালুভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ রোমান (২৫) নামের এক মোটর সাইকেল মোহাম্মদ রোমান আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়মের ছৈয়দাবাদ গ্রামের আবদুস ছবুরের ছেলে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার আরকার সড়কের
চন্দনাইশ উপজেলার রওশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত রোমান মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। রওশন হাট কাঁচা বাজার এলাকায় পৌঁছলে বালু ভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।