1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লজিং মাস্টার ও ছাত্র জীবন -লায়ন মোঃ আবু ছালেহ্ নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি: চন্দনাইশে টিসিবি খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু প্রথম দিনে পেলো ১ হাজার পরিবার সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা পটিয়ায় জিরি জগন্নাথ মন্দির বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি লায়ন ডা: নারায়ন নাথ কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ জৈষ্ঠ্যেপুরা পাহাড়ে সাইক্লিস্টদের প্রকৃতি সফর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃ-ত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এনবিআর সদস্য বদিউল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

টেকনাফে চাচার ষড়যন্ত্রে ভাতিজার অপহরণ, অস্ত্রসহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

এন.এ সাগরঃ

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বেলাল অপহরণকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

এক সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান টেকনাফ থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল, ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় এই অভিযানে বেলালকে উদ্ধারসহ অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিকল্পিত অপহরণ উল্লেখ করে পুলিশ বলেন, বেলালের চাচা আমীর আহমদ (৫৫) সম্পত্তি বিরোধের জের ধরে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করেন। গত ১৪ অক্টোবর রাতে, আনুমানিক ৩ টায় বেলালকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল বলেও জানান।

উদ্ধার অভিযান

ঘটনার পরই টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চৌকস টিম গঠন করেন। গতকাল বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ের ঢালায় দুঃসাহসিক অভিযান চালিয়ে বেলালকে উদ্ধার করা হয়। মুক্তিপণ নিতে আসা দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের মূল পরিকল্পনাকারী আমীর আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হ্নীলার রঙ্গীখালীর ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া ইউপির দক্ষিণ শীলখালীর মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

টেকনাফ মডেল থানায় এ ঘটনায় ১৬ অক্টোবর মামলা করা হয়েছে (মামলা নং-৪৫)। এছাড়া ধৃত আসামীদের হেফাজত থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট