আমিরুল ইসলাম কবিরঃ
পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নে ১০ টাকার স্থলে ১০০ টাকা করে নেয়ায় টিসিবি কার্ডধারীরা ক্ষুব্ধ..!
৪ হাজার ২’শ টিসিবি কার্ড ধারীর নিকট ৪২০০×১০০=৪,২০,০০০/ চার লাখ কুড়ি হাজার টাকা হাতিয়ে পকেটস্থ করার অকৌশল চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা…
বৃহস্পতিবার ১০ আগস্ট মাঠেরহাট বাজারে অবস্থিত বেতকাপা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব অভিযোগের সত্যাতা জানতে সরেজমিনে উপস্থিত হলে ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের নিকট চেয়ারম্যানের টাকা নেয়ার বিষয়টি তুলে ধরেন।
তবে চেয়ারম্যান জনগণের ক্ষুব্ধ ভাব দেখে তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ থেকে সটকে পড়ায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
অপরদিকে ইউনিয়নের ইউপি সদস্যরা এসব অভিযোগের সত্যাতা স্বীকার করেন।।