1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে হারলা মুসলিম ইয়ং সোসাইটির ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে ইমাম-খতিব পরিষদের মানববন্ধন বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণ–নগদ চুরি বোয়ালখালীতে আকাশ টিউটোরিয়্যাল হোমে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত লজিং মাস্টার ও ছাত্র জীবন -লায়ন মোঃ আবু ছালেহ্ নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি: চন্দনাইশে টিসিবি খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু প্রথম দিনে পেলো ১ হাজার পরিবার সোনাইমুড়ীতে ফুটপাত দখলে ব্যবসায়িদের জরিমানা পটিয়ায় জিরি জগন্নাথ মন্দির বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা,প্রধান অতিথি লায়ন ডা: নারায়ন নাথ কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ জৈষ্ঠ্যেপুরা পাহাড়ে সাইক্লিস্টদের প্রকৃতি সফর

জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

২১ জুন (শুক্রবার) বিকালে পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার মাঠে কাঞ্চনাবাদ ইউনিয়ন পশ্চিম এলাহাবাদ গ্রামের সমন্বয়ে গঠিত পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান।

মোহাম্মদ আবু বক্করের সভাপতিত্বে মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চাঁন মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ নজরুল ইসলাম তালুকদার।

আরও বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আবু তালেব বেলাল, রেজাউল করিম, হাজী নুর আলম সওদাগর, এডভোকেট আবু ছালেহ, ইকবাল হোসেন, সাবের, এমদাদুল হক নুরী, আজিজুর রহমান, মওলানা ইউছুফ, মাওলানা আবদুল কাদের, মোহাম্মদ আবু ছালেহ, ইফতেখার ইসলাম, শাহজাহান সহ উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ।

বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নিজের শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার সর্বোপরি দেশের সুনাম বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। মেধা বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ও ৭ম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে পুরষ্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট