বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য-সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার পরিষদ গঠনের মধ্যে দিয়ে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম চলছে।
গতকাল রবিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্টপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ে
২৭ জন ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ডাক্তার দল গঠন করে শুরু হয়েছে এ কার্যক্রম।
এসময় স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ক্ষুদে ডাক্তারদল তাদের জন্য নির্ধারিত শ্রেণির সকল শিক্ষার্থীর ওজন নির্ণয়, উচ্চতা নির্ণয় ও দৃষ্টি শক্তি পরিমাপসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করতে দেখা গেছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারিক কৌশল হাতে কলমে শিখানো হয়। বিদ্যালয়ের শিক্ষক স্বরাজ গাঙ্গুলি প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়া ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ করা হয়। এ সময় দেখা যায় দশম শ্রেণির রেশমি বড়ুয়া, জান্নাতুল নাঈম, নবম শ্রেণির আদিত্য সরকার,সপ্তম শ্রেণির লিপি বড়ুয়া সহ ৯ গ্রুপে ২৭ জন শিক্ষার্থী ক্ষুদে ডাক্তারী সেবা দিচ্ছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ বলেন, স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এই ক্ষুদে ডাক্তার দল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিসহ দৃষ্টি শক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত অন্যান্য বিষয়াদির তথ্য ও গাইড শিক্ষকদের নজরে আনবে।