অভিযানঃ (ইং-২১ মে ২০২৪ তারিখ মঙ্গলবার) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর এর এসআই(নিঃ)/মোঃ শামীম হোসেন সঙ্গীয় এসআই(নিঃ)/শফি আহম্মেদ রিয়েল, এএসআই(নিঃ)/৪৪০ রন্জন কুমার বসু ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা কালে উক্ত তারিখ রাত ০১.২০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেকপোষ্টস্থ ৪৬২ শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বেনাপোল টু যশোর গামী মহাসড়কে সাতক্ষীরা এক্সপ্রেস বাসের C-1 সীটের যাত্রী আসামী মোঃ তৌহিদুর রহমান (৩০), পিতা-মোঃ আবুল কালাম, সাং-বাগআঁচরা, থানা-শার্শা, জেলা-যশোর কে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা।
এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ শামীম হোসেন বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলার এজাহার দায়ের করেন।