পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১লা মার্চ সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব সুলতান আহমদ হলে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবত্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্যের সঞ্চালনায় মাধ্যমে সভার শুরুতে গীতা পাঠ করেন বিশাল আচার্য্য। উক্ত সভার প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ আচার্য্যের দিকনির্দেশনা মুলক শুভেচ্ছা বক্তব্যের উপর ধন্যবাদ জানিয়ে বক্তব্যে অংশগ্রহন করেন, এডভোকেট উত্তম কুমার রায়, উত্তম বিশাংগিরি, অনিল কুমার শীল, বিশাল আচার্য্য, বাবলু আচার্য্য, পলাশ সেন, নিহার রন্জন দাশ, প্রকৌশলী শংকর নন্দী, বাবুল চৌধুরী, টিটু নাথ, রাজু আচার্য্য, উজ্জল পাল চৌধুরী, ডাঃ স্বপন ঘোষ, নন্দিতা সেন ডেইজী, সন্জয় আচার্য্য, বিরাজ ভট্টাচার্য্য, সজল কুমার দাশ, নিহার রন্জন দাশ, প্রনব মোহরের, ডাঃ অপূর্ব ধর প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের সর্ববৃহৎ সংগঠন হিসেবে ইতিমধ্যে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে।