শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১ টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও মাদ্রাসা শিক্ষক সমিতি নাচোল উপজেলা শাখার প্রায় ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নাচোল উপজেলা পরিষদ চত্বর ঘুরে নাচোল বাস স্ট্যান্ডে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাচোল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাঃ তাজামুল হক, সাবেক সভাপতি মোহাঃ সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতির নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাঃ মাহবুবুল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান ও প্রধানগন। বক্তারা তাদের নায্য দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।