1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

জমি জমার বিরোধকে কেন্দ্র করে পুকুর দখলে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে সন্ত্রাসী কায়দায় নিজস্ব ও সরকার থেকে লিজ নেয়া পুকুর দখলে নেয়ার অভিযোগ করেছেন পুকুর মালিক আতোয়ার রহমান।

অভিযোগে প্রকাশ,পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আতোয়ার রহমান (৪৮) পাশ্ববর্তী ৪নং বরিশাল ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪৫ শতাংশ ও সরকারের নিকট থেকে লিজ নেয়া ৫৫ শতাংশ মিলে মোট এক একর পুকুরে দীর্ঘ ১৫/১৬ বছর যাবৎ মাছ করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন।

এদিকে,হঠাৎ করে জমা জমি সংক্রান্ত বিষয়ে একই এলাকার আল আমিন ও শাহাদৎ গং-দের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আর এরই ধারাবাহিকতায় গত রবিবার ৫০/৬০ জনের বাহিনী নিয়ে দিনদুপুরে আতোয়ারের পুকুরটি জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় নিজেদের দাবী করে দখলে নেয় আল আমিন ও শাহাদাৎ গং-রা। এ সময় তারা পুকুরের ৫০/৬০ মন মাছ মেরে সাবার করে,পুকুর পাড়ের ঘর ভাংচুর,মাছের খাদ্য,জাল ও অন্য্যন্য জিনিসপত্রের ব্যাপক ক্ষতিসাধন করে।

বর্তমানে পুকুর মালিক আতোয়ার রহমান তার পুকুরে যেতে পারছেন না বলে জানান। এছাড়া তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত আতোয়ার রহমান। ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আতোয়ার রহমান পলাশবাড়ী থানা ও গাইবান্ধা আদালতে অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত আতোয়ার রহমান ন্যায়বিচার কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা কামনা করেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট