চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীতে গত বুধবার ৫ ই এপ্রিল আবদুল জব্বারের স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সঙ্গে আলোচনা শেষে চট্টগ্রাম সিটিকর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।ঐতিহাসিক জব্বারের ১১৪ তমবলি খেলা ও চাটগাইয়া ঈদ উৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লালদীঘি চত্বরে আয়োজিত বলিখেলা আগামী ২৪, এপ্রিল, এবং ২৫, ২৬ ও ২৭, এপ্রিল তিন দিন বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। আব্দুল জব্বারেরবলী খেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী জানান। জব্বারের বলীখেলা শুধু একটি খেলা নয় এটি আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের সকলের সহযোগিতাকরতে হবে। এইসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকতআনোয়ার বাদল, মো: আকতার আনোয়ার (চঞ্চল), ছাত্রনেতা অপূর্ব বড়ুয়া, প্রমুখ।