বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম ৮-উপ নির্বাচনে ২৭ এপ্রিল সন্ধ্যা জনগন ভোটাধিকার প্রয়োগ করতে পারলে মোমবাতির বিজয় নিশ্চিত ছিল।বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহা-সচিব স.উ.ম আব্দুস সামাদ ৫মে চট্টগ্রাম ৮-আসনের নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।স.ম. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পালকি কমিউনিটি সেন্টারে আকতার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জননেতা এম. সোলায়মান ফরিদ বিশেষ অতিথি ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মোকতার উদ্দিন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মহিউল আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব আব্দুন নবী দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন তৈয়বী, বোয়ালখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, কেন্দ্রীয় ইসলামী ফ্রন্ট নেতা মনজুর রেফায়ী,দক্ষিন জেলা ছাত্র সেনার সেক্রেটারী নুরুদ্দীন।
নির্বানোত্তর পর্যালোচনা সভায় বোয়ালখালী উপজেলা পৌরসভা’র নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন শাহ আলম, এম.জসীম উদ্দীন,সৈয়দ ফখরুদ্দীন,কাজী জলিল কাদেরী,রফিক সিকদার, শামছুল আলম,মাহবু তালুকদার বোয়ালখালী যুব সেনার আব্দুল্লাহ আল মামুন,মাষ্টার জাহাঙ্গীর আলম,তৌহিদুল ইসলাম,জাহেদুল ইসলাম সজীব,ওয়াজেদ হোসেন,রিমন শরীফ,রবিউল ইসলাম ফারুকী, সাহেনুর আলম,তারিফুল ইসলাম,মুহাম্মদ ইউনুছ,গিয়াস উদ্দিন, মহিউদ্দিন আকিব,জয়নাল আবেদীন,ইসলামী ফ্রন্টের বোয়ালখালী পৌরসভার নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের পৌরসভার সভাপতি জাহাঙ্গীর আলম,আলহাজ্ব আলম খান,ওসমান গণী, মৌলানা মুছা,মৌলানা ফোরকান কাদেরী,মিজানুর রহমান নক্সবন্দী,রবিউল করিম,ছাত্রসেনার আব্দুর রশিদ, সেহরাব হোসেন,আরমান হোসেন।