জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বাংলাদেশ আ’লীগ গত ২৬ নভেম্বর ৩’শ আসনের নৌকার প্রার্থী ঘোষণা করার পর চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও চন্দনাইশের ৩ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। ২৮ নভেম্বর উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করছেন। তিনি বলেছেন, চট্টগ্রাম-১৪ আসনের আ’লীগ থেকে ১৭ জন নেতা মনোনয়ন চেয়েছেন। তিনি আশাপোষণ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারুণ্যের আধিক্যে তাকে মনোনয়ন দেবেন। কিন্তু তাকে মনোনয়ন না দেয়ায় তিনি চট্টগ্রাম-১৪ আসনের জনগণের প্রত্যাশা পূরণের জন্য স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে জানান। দীর্ঘ ১৫ বছর ধরে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন। জনগণের আশা ছিল তিনি মনোনয়ন পাবেন। তাই জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হলে কোনো সমস্যা নেয় বলে উল্লেখ করেছেন। বর্তমান সরকারের ২০৪১ সালের বিশন বাস্তবায়নের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।