বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে বিলে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মো.বিজয় (১৫) নামের এক কিশোর।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত বিজয় ওই এলাকার মো.সাইফুল ইসলামের ছেলে।
বিজয়ের প্রতিবেশি মো.ইকবাল জানান, সকালে বাড়ির পাশের বিলের পানিতে কাঁচা বাঁশের ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিল বিজয়। পানি থেকে বড়শি টান দিয়ে তোলার সময় ছিপটি বিদ্যুৎ সঞ্চালন তারে লাগলে বিদ্যুৎপৃষ্ট হয় বিজয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.হাসান বলেন, সকাল সোয়া ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট এক কিশোরকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের প্রায় ৪০ শতাংশ বার্ন হয়েছে।