২৬ মার্চ স্বাধীনতা দিবসে ছাদেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের পক্ষ হতে মহান মুক্তিযুদ্ধ বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অত্র বিদ্যালয়ের সভাপতি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট হোসেন রানা। বিশেষ অতিথি আশিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আজিজুল হক আজাছ। বক্তব্য রাখেন মেম্বার হাফেজ, তৈয়ুবা মান্নান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম, শিক্ষক অনুপম দে, নুরসাত জাহান, মৌমি দাস প্রমুখ। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বিধায় আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্র-ছাত্রীদেরকে তুলে ধরতে হবে।