1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

চাটগাঁ ভাষার বানানরীতি শীর্ষক সেমিনার সুনর্দিষ্টি বানানরীতি থাকলে এই ভাষা আরো সমৃদ্ধ হবে -ড. আবুল কাসেম

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশ্বে প্রায় দেড় কোটি মানুষ চাটগাঁ ভাষায় কথা বলে। সুনির্দিষ্টি বানানরীতি থাকলে এই ভাষা আরো সমৃদ্ধ হবে এবং কখনো এই ভাষার মৃত্যু হবে না। আমরা চাই এই ভাষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালতি হোক। চাটগাঁ ভাষার বানান রীতি শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী বিশিষ্ট ভাষা গবেষক প্রফেসর ড. মোঃ আবুল কাসেম একথা বলেন। তিনি তথ্যসমৃদ্ধ লিখিত প্রবন্ধে আরো বলেন, এই ভাষা পৃথিবীর প্রথম ১০০টি ভাষার ৮৮তম অবস্থানে রয়েছে এবং এই ভাষার প্রচুর সমৃদ্ধ মৌখিক তথা লোক সাহিত্য রয়েছে। বহুবিদ কারণে আজ ভাষাটি অবক্ষয়ের কবলে। এই প্রক্রিয়া চলতে থাকলে কোন না কোন সময় প্রমিত ভাষার আগ্রাসনে প্রন্তিক অঞ্চলের এই সমৃদ্ধ ভাষাটি পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। তাই সাধারণের মধ্যে এই ভাষার ভাবমূর্তি ও মর্যদাবোধে পরিবর্তন আনতে হবে। ভাষাটিকে মুক্ত কার জন্য নানাবিধ কর্মসূচী গ্রহণ করা উচিত। গত ১৭ মে (শনিবার) চাটগাঁ ভাষা পরিষদ আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পরিষদের জেষ্ঠ্য সহ সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য রাখেন গবেষক ড. শ্যামল কান্তি দত্ত। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় এই সেমিনারে আলোচনায় অংশ নেন, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্টের সচিব এ ওয়াই এম জাফর,কবি ইউসুফ মোহাম্মদ, এ্যাডভোকটে জিয়া হাবিব আহসান, এ্যাডভোকটে সৈয়দ মোহাম্মদ হারুন, সাংবাদকি নাসির উদ্দীন হায়দার, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, ছড়াকার তালুকদার হালমি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইকবাল হায়দার, লেখক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি অরুন শীল, গবেষক শামসুল আরেফিন,অধ্যাপক আহমেদ মাওলা, অধ্যাপক সনজীব বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম, ড. আজাদ বুলবুল, গবেষক তসলিম মুহম্মদ, অধ্যাপক রুহু রুহেল, প্রকাশক আলী প্রয়াস, গবেষক সোহেল মোহাম্মদ ফকরুদ্দিন, গবেষক মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক মো: বশরি উল্লাহ সাইমুম, প্রুফার আকবর চৌধুরী, উন্নয়নকর্মী মোহাম্মদ ওবায়দুর রহমান, গীতিকার হুমায়ুন চৌধুরী, পরিবেশকর্মী কামাল উদ্দনি চৌধুরী, গ্রন্থাকারিক ও সাংবাদিক জাহের মোঃ আলাউদ্দিন খান ও ফটো সাংবাদিক মোঃ আসিফ ইকবাল প্রমুখ । সভাপতির বক্তব্যে ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন , প্রসঙ্গক্রমে প্রধান উপদষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রশংসা করে বলেন, তিনি চট্টগ্রাম কেন্দ্রিক যে কোন অনুষ্ঠানে চাটগাঁ ভাষার প্রতি যে প্রীতি প্রকাশ করেন তার জন্য আমরা গর্বিত এবং এই কারণে আজকের সেমিনারে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট