1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র লিফলেট বিতরণ নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়ার কোলাগাঁওয়ে বিএনপির সমাবেশে এনামুল হক এনাম চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নাজিম উদ্দীনের লিফলেট বিতরণ চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ টাকা না দিলে ফাইল ধরে না তহসিলদার সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন জননেতা শাহজাহান মিঞা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩ নভেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঘোষণাকৃত তালিকা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-১
(শিবগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
এদিকে, বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ঘোষণার সময় শিবগঞ্জ উপজেলার মানুষ সেদিকে তাকিয়ে ছিল। অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার নাম ঘোষণার পর পরই শিবগঞ্জের নেতাকর্মীরা আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহর শুকরিয়া আদায়
করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের
এমপি প্রার্থী জননেতা মোঃ শাহজাহান মিঞার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি ছিলেন। তিনি এই আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য। পাশাপাশি তিনি দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এবং ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে শাহজাহান মিঞার ছিল অসামান্য অবদান। তিনি বিগত সময়ে আ’লীগ এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অসংখ্য মিথ্যা মামলার আসামি ছিলেন। হামলা, মামলা, নির্যাতনসহ সবকিছুর মধ্যেও তিনি রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সামনের কাতারে। শিবগঞ্জে বিরোধীদের আতঙ্ক ছিলেন শাহজাহান মিঞা। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে বিএনপির কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়ন করেছেন। তিনি শুধু শিবগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন তা নয়, জেলাসহ পুরো দেশের বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে যোগদান করেছেন। শিবগঞ্জের বিএনপির রাজনীতিতে শাহজাহান মিঞা একটি ব্রান্ডের নাম।
বর্ষিয়ান এ রাজনীতিবীদকে শিবগঞ্জবাসী অত্যন্ত ভালোবাসেন। বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে দাঁড়ান তিনি। হাসিমুখে সবার সাথে কথা বলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তার কাছে ছুটে আসেন।
শিবগঞ্জবাসীর চাওয়া ছিল জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান মিঞাকে বিএনপির প্রার্থী হিসেবে যাতে
মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে জনগনের আশা-আকাঙ্খার প্রতিফলন হয়েছে। মনোনয়ন ঘোষণার পর অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, প্রিয় শিবগঞ্জবাসী আসসালামু আলাইকুম।
সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তিনি বলেন ১৭ বছরের দুঃশাসনের অবসান হলেও দেশ নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি, আমাদের প্রিয় মমতাময়ী মায়ের উপর ফ্যাসিবাদের নির্যাতনের রেষ এখনো শেষ হয়নি। আমাদের মনে রাখতে হবে প্রার্থী একজন হন এবং দল একজনকে মনোনীত করেছেন কিন্তু বিএনপি ও ধানের শীষ আমাদের সবার। কাজেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর মুখে হাসি ফুটাতে এবং প্রিয় মাতৃভূমিকে ষড়যন্ত্রমুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এসময় তিনি বলেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোন আনন্দ মিছিল বা মিষ্টি মুখ এসব করা যাবেনা। ইনশাআল্লাহ আমরা সেদিনই আনন্দ মিছিল করবো, মিষ্টি মুখ করবো যেদিন দেশের গনমানুষের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট