শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত পাঁচটি উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ২৫ জুন (রবিবার) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো: রওশন আলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এইদিন চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গণের মধ্যেও ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।