শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সর্ববৃহৎ কানসাট আম বাজারে আমের আড়তে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে একজন আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২৮ আগস্ট (সোমবার) দিবাগতরাতে আমের আড়তে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন না দিয়ে সকালে ভ্যাকসিন দিয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে অভিযোগ করেন এলাহি ভরসা এন্টারপ্রাইজ স্বত্বাধিকার আবু সালেক।
মৃত্যু ব্যক্তি মাদারিপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোতালেব হোসেন মাতব্বরের ছেলে মহম্মদ আলী (৪০)।
এ বিষয়ে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মশিউর রহমান মানিক দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমি নিয়ম মেনেই সঠিক চিকিৎসা দিয়েছি।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়রা খান
বলেন, মৃত ব্যক্তির স্বজনরা আমার কাছে এসেছিলেন এবং বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।