শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর (শনিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসক মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর বাংলার নারী জাগরনের স্বপ্নদ্রষ্টা বেগম রোকেয়া সাখাওয়াত এর জন্ম ও প্রয়াত দিবস। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারী-পুরুষ সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা, নারী শিক্ষার হার ত্বরান্বিত করা, সমাজে নির্যাতিত ও বঞ্চিত নারীকে সামনে এগিয়ে নিয়ে আসা। তাঁর দিক নির্দেশনা ও জীবনাদর্শকে স্মরণে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিবছরই আজকের দিনটিকে বেগম রোকেয়া দিবস হিসেবে বিশেষ মর্যাদায় পালন করে থাকে। পাশাপাশি সমাজের লড়াই করে সফলতা অর্জনকারী নারীদের জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রম দ্বারা খুঁজে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ এ কে এম গালিব খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্হানীয় সরকার বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্রনাথ উঁরাও, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, শিবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগমসহ অন্যরা। উক্ত অনুষ্ঠানে জেলা পযার্য়ে ৫ জন ও সদর উপজেলা ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন।