শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে বাংলাদেশ ও ভারতের যৌথ হাটের জায়গা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার।
১ আগষ্ট (মঙ্গলবার) দুপুর ১২ টায় ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) শ্রী মনোজ কুমার ভোলাহাট উপজেলার হোসেনভিটা বাংলাদেশ ও ভারত সীমান্তে ১৯৯, ৩ এস পিলারের কাছে হাট বসানোর জায়গা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, ভারতের কৃষ্টপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এপি নিগেল, চাঁনশিকারি কোম্পানী কমান্ডার সুবেদার মুখলেশসহ জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।