শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ১৪ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮ টার দিকে উপজেলার কালুপুর পাগলা বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর এলাকার নজরুল ইসলামের ছেলে দিপু (৩৫) ও একই এলাকার হাউস আলীর ছেলে সুবেল (৩০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ পৌর যুবদলের সুত্রে জানা যায়, আহত দুইজনই পৌর শাখার ৩ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, দুজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি । কে বা কারা করেছে তা জানা যায়নি । তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে ।