শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণিত বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ার কারনে ফারান তাসভির মহিম নামের একজন এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
২৫ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরার সেতুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা শিক্ষার্থীর ফারান তাসভির মহিম (১৭) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা সেতুপাড়া গ্রামের ইব্রাহিম হকের ছেলে।
স্থানীয়রা জানান, মহিম আমনুরা কেএমউচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল। গণিতে পরীক্ষা খারাপ হওয়ায় সে খুবই হতাশ হয়ে যায়।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল রোববার এসএসসির গণিত পরীক্ষায় আশানুরূপ ভালো লিখতে না পারায় নিজের ওপর অভিমান করে সে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মাহত্যা করেছে।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা ভালো না হওয়ায় নিজ কক্ষে আত্মহত্যা করে মহিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।