শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি ছাগল ছয়টি বাচ্চা প্রসব করেছে। বর্তমানে মা ছাগল ও তার ছয়টি বাচ্চা সুস্থ রয়েছে।
২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত এগারোটার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলের মালিক দৌলতপুর হাজিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম মনি। মনিরুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রি।
মনিরুল ইসলাম জানান, পেটে বাচ্চা আসার পর থেকেই ছাগলটির পেট অস্বাভাবিক বড় হয়ে যায়। বেশি বাচ্চা আছে বুঝতে পেরে ছাগলটিকে ভালভাবে যত্ন করা হয়েছে। আজ রাতে পরপর ছয়টি বাচ্চা প্রসব করে ছাগলটি। এদিকে একসঙ্গে এক ছাগীর ছয়টি বাচ্চা প্রসব করায় তা দেখতে এলাকার মানুষ মনিরুল ইসলামের বাড়িতে ভিড় করছেন।
মনিরুল ইসলামের স্ত্রী পলি বেগম বলেন, আমার বাড়িতে পালিত একটি ছাগলের ছয়টি বাচ্চা হওয়ায় এবং মা ছাগল ও সবগুলো বাচ্চা সুস্থ থাকায় আমি খুব খুশি।