শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফতাবুজ্জামান আল ইমরান কর্মস্থলে যোগ দিয়েছেন। ৮ জুলাই (সোমবার) নিজ দফতরে যোগদান শেষে দুপুরে তিনি উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। মোঃ আফতাবুজ্জামান আল ইমরান ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বরত ছিলেন। নতুন ইউএনও’র যোগদান উপলক্ষে ইউএনও’র অফিস কক্ষে মতবিনিময়কালে সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।