বোয়ালখালী প্রতিনিধিঃ
পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় মো. শফিউল আলম চৌধুরীর (৫৬) পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রাশেদ (৩৭) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলসহ আরো দশ জনের বিরুদ্ধে।
গত ৮ আগষ্ট সন্ধ্যা ৭ টার ও ২০ আগষ্ট বিকেল ৪ টার দিকে উপজেলার বেঙ্গুরা খুল্যামিয়া চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. শফিউল আলম চৌধুরীর স্ত্রী জয়নব বেগম (৪৫) বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, চট্টগ্রামে হাজির হয়ে দশজন আসামীর নাম উল্লেখ করে ও আজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে সি.আর মামলা দায়ের করেন। যার মামলা নম্বর হলো ৩৯৭/২০২৪ ইংরেজি।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ীর পরিবার ব্যবসা সূত্রে শহরে থাকেন। সপ্তাহে এক দুইদিন বাড়িতে থাকেন। এদিকে যুবদল ও ছাত্রলীগের নেতারা যৌথ হয়ে ব্যবসায়ী থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে অন্যথায় ঘরে থাকতে দিবেনা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৮ আগষ্ট সন্ধ্যা ৭ টার দিকে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তাদের ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে আলমারী থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি ৪০ হাজার টাকা দামের এলইডি টিভি চুরি করে নিয়ে যায় এবং ঘরের আসবাব পত্র ভাংচুর করে। চুরির বিষয়টি বাদীর চাচাশ্বশুড় ফোন করে জানালে তারা রাত ৯ টার দিকে বাড়িতে গিয়ে ভাংচুর ও চুরি হওয়া বিষয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে আসামীগণ বাদী ও বাদীর পরিবারের সদস্যদের মারধর করে এবং বাদীর হাতে থাকা ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ও এক লাখ টাকা মূল্যের ১ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাদীর স্বামীর পকেটে থাকা ৯ হাজার টাকাও নিয়ে নেয় তারা।মামলা সূত্রে আরো জানা যায়, বিষয়টি স্থানীয় পর্যায়ে সমাধানের চেষ্টা করলে গত ২০ আগষ্ট একটি বৈঠকের ব্যবস্থা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৈঠকের এক পর্যায়ে আসামীরা আবারো বাদী ও তার পরিবারের উপর হামলা চালায়। আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাদীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে ২২ আগষ্ট আদালতে গিয়ে মামলা করেন জয়নব বেগম।বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম রাশেদ বলেন, চাঁদা চাওয়ার কোন প্রশ্নই আসেনা। এসবের কোন প্রমাণ তারা দিতে পারবে না। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল। শুধু একটি নয় কয়েকটি মিথ্যা মামলা দেয়া হয়েছে আমাকে। প্রতিপক্ষ তৎকালিন আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে আমাকে হয়রানি করার জন্য এসব মামলা দিয়েছে। মূলত আমাকে বিভিন্নভাবে তারা ফাঁসানোর চেষ্টা করছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত