1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে ৪র্থ ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল হাকিমের ইন্তেকাল আনোয়ারার বদলপুরায় ফুটন্ত ফুলের আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন রাংগুনীয়া হযরত কাংগালী শাহ্ সড়কের উদ্বোধন পটিয়ায় জিরি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(জিকু)’র ২৯তম বার্ষিক সাধারন সভা মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি: মীর হেলাল চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সভা অনুষ্ঠিত আবারো স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু এখনো স্বপদে বহাল। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা এ এম মাহবুব চৌধুরী বোয়ালখালীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী আটক

চবি প্রাক্তন ছাত্র সমিতি-৮২ সাঃ সভাপতি মির কফিল এর শোকসভার প্রধান অতিথি ড.অনুপম সেন

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪২৯ বার পড়া হয়েছে

অরুন নাথ(চটগ্রাম)থেকেঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২(১৪তম ব্যাচ) এর সাবেক সভাপতি,হাটহাজারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মীর কফিল উদ্দিনের শোকসভায় প্রধান অতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন প্রধান অতিথির বক্তব্যকালে বলেছেন মির কফিল বেঁচে থাকলে সমাজ আরো উপকৃত হত।শিক্ষকতার পাশাপাশি মির কফিলের সামাজিক কর্মকান্ড প্রশংসার দাবী রাখে।তিনি বেঁচে থাকলে দেশের শিক্ষার্থী সমাজ আরো উপকৃত হত। উক্ত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সিবিইউএফটি এর উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম ও বিজি ট্রাস্টের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
গতকাল শুক্রবার(৩রা নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি ‘৮২ (১৪ তম ব্যাচ) এ শোকসভার আয়োজন করে।
সমিতির সভাপতি প্রফেসর ফরমুজুল হক ফারুকের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও শোকসভা আয়োজন উপকমিটির সদস্যসচিব সাইফুদ্দিন আহমদ সাকী সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও শোকসভা আয়োজন উপকমিটির আহবায়ক রাশেদ মনোয়ার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি’র প্রবীন শিক্ষার্থী এ জে এম জাহাঙ্গীর এবং শোক প্রস্তাব পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিলব্রত বড়ুয়া।
শোকসভায় বক্তব্য রাখেন চবি এলামনাই এসোসিয়েশনের সহ সভাপতি মো: গিয়াস উদ্দিন, ছৈয়দ ছগীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন, সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাহান চৌধুরী, সদস্য আবুল কালাম আজাদ, মির কফিলের বড় ভাই ডা: মীর হাবিবুর রহমান, সম্মুন্দি এ এইচ এম কফিলউদ্দিন, বড় মেয়ে মায়িশা নূর। এছাড়াও মহিলা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলোরা ইসলাম, বেতার ব্যাক্তিত্ব ফজল হোসেন, অপর্ণা চরণ সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের অধ্যাপিকা শাকী জিন্নাত পারভীন, প্রফেসর ড.শামসুদ্দিন শিশির, আজাদ বুলবুল, ইকবাল হায়দার, মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, চবি ৮২ সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলম, নিয়াজ আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে মির কফিলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।শোকসভার বিশেষ মুনাজাত করেন চবি ইসলামের ইতিহাস সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: ছালামত উল্ল্যাহ।
শোকসভার পূর্বে বিকাল সাড়ে ৪ টায় মির কফিলের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট