জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসার অভিভাবক নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত অভিভাবক সদস্য নির্বাচিত হয়। ২৫ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণকালে ৯২৬ জন অভিভাবক সদস্য ভোটারের মধ্যে ৩০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মাওলানা সোলাইমান ফারুকী ২১৪, মো. আবদুল মজিদ ২০৬, মো. সোলাইমান ১৪৬, মো. ফখরুদ্দীন ৭৭ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা ও শিক্ষা কর্মকর্তা ও উপজেলা দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর। উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীরুল ইসলাম চৌধুরী, একাডেমি সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়সহ ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।