জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার হারলা স্বপ্নচূড়া স্পোর্টস একাডেমির উদ্যোগে ২য় বারের মত অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাতে হারলা নয়াহাট সংলগ্ন মাঠে পুতুন তালুকদার বাড়ি এফসি ফুটবল ক্লাব, কানাইমাদারী জুনিয়র ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিজয়ী দলের ফারদিন ম্যান অব দ্যা ম্যাচ, মাসুম সেরা গোলদাতা, হৃদয় সেরা গোল রক্ষক নির্বাচিত হয়। খেলা শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ছালেহ আহমদ কোম্পানি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন- পৌর এলডিপি’র সভাপতি আলহাজ্ব এম আইনুল কবির, উদ্বোধক ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-ধর্মীয় ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজম খাঁন, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এলডিপি’র নেতা মো. আবদুল মাবুদ, জমির উদ্দীন, মো. সালাউদ্দীন, মোজাম্মেল হক, মঈন উদ্দীন মানিক, মো.আলমগীর হোসেন আবদুল্লাহ আল মামুন তুষার, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রপি ও প্রাইজমানি বিতরণ করেন অতিথিবৃন্দ।