জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
গতকাল ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে চন্দনাইশ স্কাউট নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮টি উচ্চ বিদ্যালয়, ৬ টি মাদ্রাসা, ৪৩টি প্রাথমিক বিদ্যালয়েরসহ ৬৭টি প্রতিষ্ঠানের ১৩৪ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৯টি পদের মধ্যে শুধুমাত্র সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে শিক্ষক ফরহাদ হোসেন ৭৬ ভোট পেয়ে স্কাউট সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, প্রিজাইডিং অফিসার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা উপ-সহ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমদ আরিফ, পুলিং প্রশান্ত দাশ দায়িত্ব পালন করেন।