জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশে গাউছে জামান হাফেজ ক্বারী মাও.সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯১ তম বার্ষিক ওরস বিভিন্ন মঞ্জিলের পৃথক পৃথক ব্যবস্থপনায় অনুষ্ঠিত হয়।
গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে এ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীর মধ্যে রওজা শরীফ গোসল,গিলাফ ছড়ানো,মিলাদ মাহফিল ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় ।
১ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন মঞ্জিলে খতমে কোরআন,মিলাদ মাহফিল,ছেমা মাহফিল,কাওয়ালি পরিবেশনসহ ভক্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়। সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী,ওলামায়ে আহলে সুন্নাত ও চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ হযরত মুফতি এ.বি.এম আমিনুর রশীদ মাদ্দাজিল্লুহুল আলী।
গাউছিয়া আছাদ মঞ্জিলের শাহজাদা সৈয়দ মাহবুবুল আলম, বাগ-এ-রুহানিয়্যাতে গাউছুল আজম- এ শাহজাদা সৈয়দ তৌহিদুল আনোয়ার,গাউছিয়া রহমান মঞ্জিলের শাহজাদা সৈয়দ শরিফুল আনোয়ার, গাউছিয়া শহীদ মঞ্জিলের শাহজাদা সৈয়দ শহীদুল আনোয়ার,বাব-এ-ফরিদে শাহজাদা সৈয়দ ফরিদুল আনোয়ার,বাব-এ-জুনাইদে শাহজাদা সৈয়দ জুনাইদুল আনোয়ার,বাব-এ-শফি এ শাহজাদা সৈয়দ ডা.শফিউল আনোয়ার।
উপলক্ষ্যে পৃথকভাবে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালন করে।
বিভিন্ন মঞ্জিলের মাহফিলে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজী সাহেব মিয়া ও শম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নুরুল হক,আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নিয়াজুর রহমান,সিনিয়র সাংবাদিক সৈয়দ শিবলী সাদিক কপিল,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,সাংবাদিক যথাক্রমে,শাহাদাত হোসেন,মঈন উদ্দিন,আরফাত হোসেন প্রমূখ।
এ সময় হাফেজ বাবার মাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো.দিদারুল হক দস্তগীর, সহ-সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন,সদস্য ফোরক আহমদ,নজির আহমদ,গুনু, চন্দনাইশ থানা পুলিশসহ সার্বিক দিক দেখা শুনা করেন।