জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়রের স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম’র উদ্যোগ বিনামূল্যে ৩০ জন রোগীর ছানি অপারেশন ও অপারেশন পরবর্তী ফলোআপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি নগরীর শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বিশিষ্ট চক্ষু সার্জন ডা. শাহাদাৎ হোসেনের তত্বাবধানে উপজেলার কেশুয়া ও বরমা এলাকার ৩০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভাইস-চ্যান্সেলর (ভি.সি) প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, পরিষদ নেতা যথাক্রম নুরুল হুদা, অধ্যাপক আজম খান, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, হেলাল উদ্দিন, হারুনুর রশিদ, জয়নাল আবেদীন, দিদারুল আলম, মাস্টার মো. সোহেল, আতাহার হোসাইন, এনামুল হক প্রমূখ। উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারি কেশুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তাদের মধ্য থেকে বাছাইকৃত ৩০ জন চক্ষু রোগীকে গত ২১ফেব্রুয়ারি বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়।