জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম:-১৪ আসন চন্দনাইশ তথা সাতকানিয়া (আংশিক) এলাকার আ’লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা চন্দনাইশ উপজেলা দক্ষিণ বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় বৈলতলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল বশর ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস মিয়া, বৈলতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব কবির আহমেদ সওদাগর,সাধারণ সম্পাদক ডা: আবুল হোসেন,বৈলতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চন্দনাইশ উপজেলা আ’লীগ নেতা নুরুল আলম বাচা, বৈলতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আ’লীগ নেতা আবুল কাশেম ভুইয়া।
ইউপি সদস্য ও বৈলতলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুরাদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম।
উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য এস এম নাজিম উদ্দিন ভুইয়া, বৈলতলী ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ মো.ওসমান, বৈলতলী ইউনিয়ন আ’লীগ নেতা মামুনুর রশিদ ভুইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মফিজুর রহমান বাহাদুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ ইব্রাহিম, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.শহিদুল ইসলাম,বৈলতলী ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক গাজী মো.পারভেজ, বৈলতলী ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব আব্দুর রশিদ, বৈলতলী ইউনিয়ন আ’লীগ নেতা ও বাংলাবাজার ব্যবসায়ী মো.বশির, বৈলতলী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তালুকদার, বৈলতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সোহেল তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিশু ও কিশোর মেলার দপ্তর সম্পাদক নাঈম ভূঁইয়া বৈলতলী ইউনিয়ন আ’লীগ নেতা মো. রফিক, মহিলা সদস্য ইউপি নুরুন্নাহার,বৈলতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক হুজ্জাতসহ বৈলতলী ইউনিয়ন আলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,শ্রমিকলীগ,মহিলা আ’লীগ,ওলামালীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।