জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
উপজেলার বরকল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১৭ জানুয়ারি (শুক্রবার) বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মো. ইব্রাহিম, প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা.শাহাদাৎ হোসেন। সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- জামায়াত নেতা যথাক্রমে বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আব্দুল মান্নান, মাস্টার মাহফুজুল ইসলাম, জয়নাল আবেদীন, জিল্লুর রহিম, রেজাউল হুদা, এডভোকেট করুক উদ্দিন, জসিম উদ্দিন, সাইফুল্লাহ, মামুন উদ্দিন, শহিদ, নাঈম, শ্রমিক নেতা তৌকির আহমেদ, আকরাম উদ্দিন, ছাত্রনেতা মাহমুদুল হাসান তোহা, সায়েম, হাফেজ হামেদ প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।