চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভার হারলা কেরানীর বাড়ির আলা উদ্দীনের বসত ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, ঘরের অন্যান্য জিনিসপত্রসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে আলাউদ্দীন বাদী হয়ে গত ২৯ জানুয়ারি চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আলাউদ্দীন স্ব-পরিবারে গত ২৫ জানুয়ারি পটিয়া শশুর বাড়িতে বেড়াতে যায়। ২৭ জানুয়ারি সকালে মোবাইল ফোনে জানতে পারেন তার ঘরে চুরি হয়েছে। এসে দেখে তার বসত ঘরের তালা ভেঙ্গে চোরের দল আলমিরা থেকে নগদ ১৮ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।