জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
উপজেলার পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের মিলন মেলা বিদ্যালয় মিলনাতনে অনুষ্ঠিত হয়। গতকাল ২০ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকালে বর্ণাঢ্য র্যালী এলাকার সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা শিক্ষার্থী মো. কাজী মোহাম্মদ শোয়াইব সভাপতিত্বে বিদ্যালয় মিলনাতনে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত শিক্ষক যথাক্রমে শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম, মৌলানা ফজলুল করিম চৌধুরী, আবুল কাশেম ছিদ্দিকী, দেশবন্ধু বড়ুয়া, মনমোহন নাথ, কাজী আকতার হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আতাউর রহমান টিপু, বর্তমান প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী,শিক্ষক আবুল কাশেম। প্রাক্তন শিক্ষার্থী জিয়াউর রহমান ও তছলিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ৯৭ ব্যাচের শিক্ষার্থী ডা. মো. সরওয়ার চৌধুরী, মো. ইলিয়াছ, মো.নজরুল ইসলাম, মো. আলমগীর, বেলাল উদ্দীন, হেলাল উদ্দীন, প্রবাল, রাজু বড়ুয়া, সুনাম বড়ুয়া, রাজন বড়ুয়া গিয়াস উদ্দীন, আবদুর রউফ প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র আয়োজন করা হয়।