জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ দোহাজারীতে কোচিং সেন্টারে যাওয়ার পথে যাত্রীবাহী পূরবী বাসে চাপায় পড়ে ভাই-বোনসহ ব্যাটারি রিকশা চালক ৩ জন নিহত হয় ও ১ জন আহত হয়।
গতকাল ১৩ মার্চ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর এলাকায় চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী পূরবী বাস পিছন থেকে ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এ সময় রিকশায় থাকা দোহাজারী পৌরসভার জামিরজুরী গ্রামের জসিম উদ্দিনের ছেলে ওয়াকার উদ্দিন আদিল (১৩), নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫), রিকশা চালক রুহুল আমিন (৪৫) ঘটনাস্থলে মারা যায়। নবম শ্রেণির শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) আহত হয়ে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বাদে আছর জামিজুরী সিনিয়র মাদ্রাসা মাঠে একসাথে ৩ জনের জানাযা শেষে তাদেরকে পারিবারি কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়রা জানান, রিকশা চালক রুহুল আমিনের ৬ কন্যা সন্তান রয়েছে, সর্বশেষ সন্তানের বয়স ২৫ দিন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম বিরাজ করছে। ঘটনার পর পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। সেনাবাহিনী, সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, হাইওয়ে পুলিশের যৌথ সহায়তায় প্রায় ২ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেছেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, চালক ও হেলপার পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়ে