চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভা শাখার মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার নবগঠিত পুর্নাঙ্গ নির্বাচিত কমিটির সাথে মত বিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন দূর্গা পূজায় পুজা পরিষদের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সর্বাত্নক সহযোগীতা ও সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। একই সাথে নির্ভিগ্নে পুজা সমাপন করার জন্য প্রতিটি পুজা মন্দিরে সিসি ক্যামরা স্থাপন করা তাগিত দেন। সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহবান জানান। নির্বাচিত পরিষদকে পরিচিতি করে দেন চট্টগ্রাম দক্ষিন জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক ও পরিষদের সহ-সভাপতি বাবু দিলিপ কুমার সুশীল।
এসময় নব নির্বাচিত সভাপতি শ্রী অলক কুমার দে, সাধারণ সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র দে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পূজা পরিষদের সভাপতি অলক কুমার দে, সহ-সভাপতি দিলীপ কুমার সুশীল, সজল চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে, চন্দনাইশ পৌরসভার সভাপতি সুজন সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ, চন্দনাইশ উপজেলা পূজা পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবেল দত্ত, বিকাশ তালুকদার, সাংগঠনিক সম্পাদক টিংকু ধর,সহ সাংগঠনিক সম্পাদক রুপন দেব, টিটু দেব,অর্থ সম্পাদক দিলীপ ধর, সাংস্কৃতিক সম্পাদক শৈবাল দাশ, প্রচার সম্পাদক দোলন কান্তি দে,সহ দপ্তর সম্পাদক রিপন দেব গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুজন দত্ত, পূজা বিষয়ক সম্পাদক পুলক ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুজন দেব,গণসংযোগ সম্পাদক তপন কুমার বিশ্বাস চাবু,কার্যকরী সদস্য জয়দেব গাঙ্গুলি নরেশ,স্বপন চৌধুরী, মাস্টার অশোক সুশীল, নিবাস নাথ,আকাশ দাশ প্রমুখ।