জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া দারুল উলুম মাদ্রাসার তাহফিজুল কোরআন হেফজখানা বিভাগের দ্বিতীয় তলা ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
৪ মে (বৃহস্পতিবার) বাদে জোহর মাদ্রাসার হল রুমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চৌধুরী পাড়ার কৃতিসন্তান দুবাই প্রবাসী আশরাফ আলী চৌধুরীর সার্বিক সহযোগিতায় সৌদি নাগরিক দুবাইয়ে অবস্থানরত আব্দুল্লাহ আল জাহারানীর অর্থায়নে দ্বিতীয় তলা ভবনের কাজ সম্পন্ন হয়। উক্ত শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে,অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা হাশেম,নায়েবে মুহতামিম মাওলানা নাজিম,শাহনেওয়াজ চৌধুরী,আয়ুব চৌধুরী,ফোরকান চৌধুরী বাবুল, মোহাম্মদ ফারুক,মোহাম্মদ ইমরান, আব্দুল্লাহ,মাওলানা মফিজ,শওকত আলী চৌধুরী,বজল আহমদ প্রমুখ।