জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের চন্দনাইশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সহকারী দলিল লিখক সমন্বয় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে।
৫ মে (রবিবার) সাব-রেজিস্ট্রি অফিস ভবন প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে মো. ফরিদুল ইসলাম চৌধুরী ২৩ ভোট পেয়ে ২য় বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
মোহাম্মদ ইদ্রিচ চৌধুরী ২২ ভোট পেয়ে পরাজিত হন , সাধারণ সম্পাদক পদে মোঃ ফখরু উদ্দীন ২৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ এনামুল হক ২২ ভোট পেয়ে পরাজিত হন, সহ-সভাপতি পদে ফরিদুল আলম বাবুল ২৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোসলেম মিয়া ১৯ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অজয় মজুমদার, অর্থ সম্পাদক পদে নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রহিম মোস্তফা, সহ-অর্থ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম (টিটু), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবু তাহের এবং কার্যকরী সদস্য ২জন জয়নাল আবেদীন ও আবুল কালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রোববার বিকেল ৩টায় সাব-রেজিস্ট্রি অফিস ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার (খন্ডকালীন) মোঃ নাহিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী মোঃ হারুন, গাছবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান উপদেষ্টা বিমল কান্তি মজুমদার, উপদেষ্টা মুহাম্মদ নুরুল আলম, নির্বাচনী সচিব মোঃ রাসেল প্রমুখ।