চন্দনাইশ প্রতিনিধি:
এখন যারা দেশের দায়িত্ব নিয়েছে, তাদের কোন দেশ চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই
এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আপনাদের উপর অনেক জুলুম হয়েছে, অনেক বিপদ গিয়েছে। ৩ ফেব্রুয়ারি বিকালে রৌশনহাট চত্বরে ইউনিয়ন এডিপি’র সভাপতি আবুল বশরের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দক্ষিণ জেলা সভাপতি এম এয়াকুব আলী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, পৌরসভার সভাপতি আইনুল কবির, সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহমদ নুর, মাহাবুল আলম, জহিরুল ইসলাম, কামাল উদ্দীন, মীর আহমদ, আনোয়ারুল ইসলাম, আবু সওদাগর, শহিদুল ইসলাম প্রমূখ।