জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২৮ জানুয়ারি যোগদান করেছেন ডা. রশ্মি চাকমা।
দায়িত্বভার গ্রহণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, ডা. ফারজানা কালাম, ডা. সুমাইয়া আক্তার, ডা. আনিসুল হক, ডা. তানিয়া সুলতানা, ডা. আবির আমান, নার্সিং সুপারভাইজার কৃষ্ণা বড়ু চুয়া, তাপসী দাশ, সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম, হিসাব রক্ষক অপর্ণা পাল, পরিসংখ্যানবিদ মহিউদ্দিন সিকদার, এমটি ইপিআই আব্দুর রাজ্জাক, স্টোর কিপার আহসান হাবিব, ক্যাশিয়ার শহিদুল ইসলাম, অফিস সহকারী আবু আহমদ মহিউ-দ্দিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ডা. রশ্মি চাকমা ৩২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে প্রথমে রাঙামাটির শাপছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সহকারী সার্জন হিসেবে যোগদান করে পরবর্তীতে রাঙামাটি জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিলাইছড়ি ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন।