চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা মডেল মসজিদ পূর্বনির্ধারিত জায়গা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়ীয়া ফিলিং স্টেশন সংলগ্ন দক্ষিণ পার্শ্বে নির্মাণের দাবীতে এলাকার সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (রবিবার) সকালে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ মানববন্ধন কর্মসূচিতে সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এম এ হাশেম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, মাদ্রাসা- এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদের সুপার মাওলানা আবুল কাশেম আনসারী, মো. আবদুল মান্নান, মো. সাইফুল ইসলাম, কাজী কুতুব উদ্দিন, আইনুল হুদা চৌধুরী, তসলিম হোসেন, শওকত ওসমান টিপু, নুরুল আলম, বদিউল আলম, আবুল হোসেন, জাহেদ কোম্পানি, আবু শামা, মো. মহিউদ্দিন, গাজী আলাউদ্দিন শাহ,কামরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক,নেতৃবৃন্দ বিভিন্ন আলেম-ওলামাগন উপস্থিত ছিলেন। এসময় বক্তরা চন্দনাইশ উপজেলা মডেল মসজিদ পূর্বনির্ধারিত জায়গা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়ীয়া ফিলিং স্টেশন সংলগ্ন দক্ষিণ পার্শ্বে নির্মাণের দাবী জানান। মানববন্ধন শেষে চন্দনাইশ উপজেলা মডেল মসজিদ পূর্বনির্ধারিত জায়গায় নির্মাণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মাধ্যমে ধর্ম উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানান।