1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্নিয়তের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যুবসেনা নেতার পটিয়ায় প্রত্যয়ের ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’ বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার ৬ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ স্বাস্থ্য সহকারীরা বোয়ালখালীতে হালদা ও কর্ণফুলী নদীতে অবৈধ মাছ শিকার রোধে বিশেষ অভিযান বোয়ালখালীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার বোয়ালখালীতে দোতলা মাটির ঘরের ছাদ থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার জেলা-৩ কনভেনশনে ‘সেরা এপেক্সিয়ান’ নির্বাচিত এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান পটিয়ায় মালিয়ারা-মহিরা-হিখাইন উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

চন্দনাইশে ২০ দিনব্যাপী মহাস্থবির বরণ অনুষ্ঠানে কর্ণেল অলি

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সব মানুষের রক্তের রং লাল, সবাই আদি পিতা আদমের সন্তান। পরবর্তীতে বিভিন্নভাবে বিভক্ত হয়ে ভিন্ন করে অবস্থান করছি। এটা নিয়ে বিভেদ করা, মন্তব্য করা, বিতর্ক করা উচিত নয়। মানুষের মনের পশুত্ব ধ্বংস করতে যে পেরেছে, সে মনুষ্যত্ব অর্জন করেছে। জিনপাল ভিক্ষু ২০ বছর সে ধর্মীয় অনুশাসন মেনে চলে অনেক ত্যাগ-তিতিক্ষার পর মহাস্থবির হয়েছেন, অন্য কোন ধর্মে এত ত্যাগ দেখি নাই। সমাজে পশুত্ব প্রাধান্য পেয়েছে, ব্যাংক লুট, দুর্নীতি করে দেশ ছেড়েছে অনেকে। এ দেশটাকে সম্মিলিতভাবে তৈরি করতে হবে। জীবন ক্ষণস্থায়ী, মানুষের সেবা করে জীবনকে উপভোগ করতে হবে। গত ২১ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেন’র আয়োজনে জিনপাল ভিক্ষুর মহাস্থবির বরণ অনুষ্ঠান সমাপনী দিনে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।


২০ দিনব্যাপী মহাস্থবির বরণ অনুষ্ঠানে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। প্রতিদিন সহস্রাধিক বৌদ্ধ ধর্মীয় অনুসারীরা এ অনুষ্ঠানে এসে ৮৫ জন বৌদ্ধ ভিক্ষুর পরিবাসব্রত (ওয়াইক), ক্যূহচক্র (স্বর্গপূরী) উৎসবে প্রতিদিন শত শত নারী পুরুষ পরিভ্রমণ করে ক্যূহচক্র থেকে কেউ ১০ মিনিটে, কেউ পথ হারিয়ে ১৫-৩০ মিনিটে ভিন্ন পথে বের হয়েছেন। প্রতিদিন সংঘদান, ধর্মীয় আলোচনা সভা, কীর্তন, বাংলাদেশ ভিক্ষু মহাসভার ৭৭তম অধিবেশন অনুষ্ঠিত হয়। উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথেরো ও ধর্মপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে পৃথক পৃথক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন ড. জ্ঞানরত মহাথেরো ও শিক্ষক সুদত্ত বিকাশ বড়ুয়া, আলোচনায় অংশ নেন ভারতীয় ভিক্ষু মহাসভার সংঘরাজ রতনজ্যোতি মহাথেরো, উপসংঘরাজ যথাক্রমে শীলরক্ষিত মহাথেরো, প্রিয়দর্শী মহাথেরো, ধর্মদর্শী মহাথেরো, ড. জ্ঞানশ্রী মহাথেরো, সমন্বয়কারী সংঘপ্রিয় মহাথেরো, শীলমিত্র থেরো, দীপানন্দ মহাথেরো, ড. দেবপ্রিয় মহাথেরো, প্রিয়ানন্দ মহাথেরো, শীলভদ্র মহাথেরো, প্রজ্ঞানন্দ মহাথেরো, কুশালায়ান মহাথেরো, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ঢাকা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী, এলডিপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, কেন্দ্রীয় সদস্য ও পিপি এডভোকেট শাহাদৎ হোসেন, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, প্রমোদ রঞ্জন বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট