1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ  বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ

চন্দনাইশে হীড বাংলাদেশের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশে হীড বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব সুচিয়া একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ২৫ জানুয়ারি সকালে হীড বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচি শুরু হয়। পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বোর্ড চেয়ারম্যান বায়রন পি বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, প্রধান আলোচক ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত। শাখা ব্যবস্থাপক অমিত কুঞ্জা ও পূর্ণিমা রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আঞ্চলিক ব্যবস্থাপক অনিল চন্দ্র দত্ত, ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎস যশ চাকমা, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, অধ্যাপক মো. ফরিদুল হক, সহকারি পরিচালক মার্টিন সৈকত বিশ্বাস , আয়শা আক্তার আজাদী, শাখা ব্যবস্থাপক নির্মল সুশীল, শিক্ষার্থী যথাক্রমে জেনিফা আফরোজ চৌধুরী, সামিয়া রহমান, শিক্ষক অপু দে, হীড বাংলাদেশের মো. ছৈয়দ করিম, যীশু কুমার বর্ধন, মো. আকতারুজ্জামান, হুমায়ুন কবির প্রমূখ। জয়বায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস, নারী শিক্ষা প্রসার ও নারী ক্ষমতায়নে কাজ করছে হীড বাংলাদেশ। চট্টগ্রামের অঞ্চলের চন্দনাইশ, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, সাতকানিয়া, বাঁশখালীর ২৮৪ জন শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ৫ হাজার টাকা করে ১১ লক্ষ ৭৮ হাজার এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। একই সাথে এককালীন ৩৩ হাজার টাকা করে ৪ জন শিক্ষার্থীকে বাৎসরিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ৫, ১০, ১৫, ২০ বছর চাকরি প্রাপ্তদের সার্ভিস সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালীন সংগঠনের সদস্যদের নিয়ে নৃত্য ও সাংস্কৃতিকের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট