জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার অন্তর্গত হারলার আত্ম মানবতার সেবায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত সংগঠন হারলা মুসলিম ইয়ং সোসাইটির উদ্যোগে গরীব অসহায় পরিবারের মাঝে বিয়ে বাবৎ ও ক্যান্সার রোগীকে সর্বমোট ১লক্ষ ২৫ হাজার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে নয়াহাট বাজার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের আহবায়ক মো.শফিউল ইসলাম, সদস্য সচিব শফিউল আলম, সাবেক সভাপতি আবদুল হান্নান, সদস্য যথাক্রমে হেলাল উদ্দিন, মো.নুর হোসেন, ফরিদ উদ্দিন, মো.ছোটন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে দান করে কিংবা মানবসেবা করে কেউ কখনো গরিব হয়নি, বরং গরিব মানসিকতার মানুষরাই কখনো কারো জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত