1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া পূর্ব ডাঙ্গাপাড়া জামাল উদ্দিনের বসতভিটা দখলের পাঁয়তারা,থানায় অভিযোগ। শিক্ষা ব্যবস্হা সংস্কার ও জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান রাসুল (সা.) বিশ্ব তথা মানব জাতির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। লায়ন্স ক্লাব অব চিটাগাং এপেক্স এর আয়োজনে ফটিকছড়ি, ভূজপুর, বন্যা-কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী, বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচি জশনে জুলুস সফল করার আহবান পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মিথ্যা গরু চুরির মামলায় দুই ভাইকে ফাঁসানোর অভিযোগ ঘর থেকে তুলে নিয়ে মারধর ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন রাঙ্গুনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী গাছ কেটে নেয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আশ্রয়প্রশয়দাতা হয়ে উঠছেন_বিএনপির শাজাহান তালুকদার। শাহ্ সুফি হযরতুল আল্লামা আলহাজ্ব আবদুল মাবুদ হুজুরের ইন্তেকাল মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

চন্দনাইশে হাফেজ নগর দরবার শরীফের বার্ষিক ওরশ বৃহস্পতিবার

  • প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
আওলাদে রাসূল সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম,খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী,দর মদহে ফখরে যামান,পে-শওয়ায়ে সা-লেকা মা’দীনে কাশ্ ফ কারা-মা-ত,মাম্ব-এ ফুয়ুযা-ত,মাসদারে কামা-লা-ত,হযরত আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা শাহ্সুফী সৈয়দ ফজলুর রহমান (ক.) হাফেজ নগরী মাইজভান্ডারী কেবলা’র ৯১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে দরবারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ফজরের নামাজ,পবিত্র কুরআন তেলাওয়াত রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হবে। সকাল ১১টা থেকে আলোচনা সভা যোহরের আযানের পূর্ব পর্যন্ত,যোহরের নামাজ,মিলাদ শরীফ, ফাতেহা শরীফ,বাংলাদেশ ও জাতি এবং বিশ্ব শান্তি কামনায় আওলাদে পাক হাফেজ নগরীর সম্মিলিত পরিচালনায় অনুষ্ঠিত হবে। আসরের নামাজ,নাতে মোস্তফা সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম ও মাইজভান্ডারী গীতি রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালনায় অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজ আদায়ের পর ওলামায়ে আহলে সুন্নাত ও চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ হযরত মুফতি এ.বি.এম আমিনুর রশীদ মাদ্দাজিল্লুহুল আলী। রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত আলোচনা করবেন। রাত ৯টা ৩১ মিনিট থেকে দরবার পাকের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদ-এ বরহক হযরত মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী হুজুর কেবলা মিলাদ শরীফ গুরুত্বপূর্ণ নসিহত ও বিশ্ব শান্তি কামনায় মুনাজাত পেশ করবেন। রাত ১০টা ৩০ মিনিট হতে গাউছিয়া মাবুদ মঞ্জিলের শাহী ময়দানে উন্মুক্ত তবারুক বিতরণ। রাত ১১টার পর হাফেজ নগরী মাইজভান্ডারী মরমী শিল্পীগোষ্ঠী ও বিশিষ্ট সংগীত সাধক মাঈনুদ্দিন সাবিত ফজরের আজানের পূর্ব পর্যন্ত ছেমা সংগীত পরিবেশন করবেন। ফজরের নামাজ,বায়াতি কার্য,তবারুক বিতরণ ও বিদায়ী আনুষ্ঠানিকতার মাধ্যমে মহান পবিত্র ওরস শরীফের কর্মসূচি সমাপ্ত হবে।
এতে জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত জানিয়েছেন হাফেজ নগর দরবার শরীফ মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী,মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
সৌজন্যে:-আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট