জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া খাঁনহাট পুরাতন রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় ১ম বারের মতো হযরত শাহ্ আবদুল মালেক (রাহ:) সুন্নি নূরানী মডেল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা’র বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়।
গতকাল ১০ জানুয়ারি (শুক্রবার) ২ টা ৩০ মিনিট থেকে মাদ্রাসার মাঠে মাদ্রাসার পরিচালক ও বারবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত মাওলানা মো.সোলাইমান ফারুকী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের সম্মানিত উপদেষ্টা, বাবাজান কেবলা’র সুযোগ্য শাহজাদা ও চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস উস্তাজুল ওলামা হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ মনিরুল মান্নান আল মাদানী, আল-কুতুবী (মা: জি:আ)। বিশেষ অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের সম্মানিত পরিচালক আলহাজ্ব শেখ ফরিদ শাহ্ (মা:জি:আ:)’র একমাত্র পুত্র শেখ আখতারুল হক আল-কুতুবী, কুতুব শরীফ দরবারের সম্মানিত উপদেষ্টা শাহজাদা আলহাজ্ব শাহ্ ওহিদুল মিল্লাত আল-কুতুবী (রাহ:)’র পুত্র আয়াত উল্লাহ আল-কুতুবী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মো. মাহফুজুর রহমান চৌধুরী (মামুন)। কুতুব শরীফ দরবার চন্দনাইশ থানা কমিটির সহ-সম্পাদক, মাদ্রাসার শিক্ষানুরাগী ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আনোয়ারা সদর আজগর আলী তালুকদার শাহী জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা আবু তালেব জিহাদী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বন্দর মধ্যম হালিশহর হামজার দিঘী হযরত হামজা খাঁ (রাহ:) শাহী জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা আবদুল কাদের সিরাজী আল-কাদেরী, বিশেষ বক্তা ছিলেন হযরত শাহ্ আবদুল মালেক (রাহ:) সুন্নি নূরানী মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে কুতুব শরীফ দরবার চন্দনাইশ থানা কমিটির সভাপতি হাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক ওস্তাদ আবু সৈয়দ চৌধুরী (আবু) সহ-সভাপতি মো.হারুন সওদাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস চৌধুরী বাঁশি, অর্থ সম্পাদক অানু মিয়া সওদাগর, সহ-অর্থ সম্পাদক মো. সরোয়ার উদ্দিন, দরবারী, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান চৌধুরী, বাচা মিয়া, কায়সার উদ্দিন চৌধুরী, তুষার চৌধুরী, আলেম ওলামা, বিশিষ্ট দরবারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য:-হামদ, নাত, ক্বেরাত, আজান প্রতিযোগিতাদেরকে পুরস্কার, ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে বার্ষিক সভা সমাপ্ত হয়।