জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাছবাড়িয়া সাব-রেজিস্টার অফিস থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন সাব-রেজিস্টার শর্মি পালিত।
এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে,অফিস সহকারী দেবাশীষ বড়ুয়া,মোহরার রাজিব দেওয়ানর্জি,টিসি মোহরার বসন্ত বড়ুয়া,অতিরিক্ত মোহরার মো.টিপু সুলতান,রত্না চৌং,জাবেদ হোসেন,মৌসুমি বড়ুয়া,সাইফুল ইসলাম,রাজন বড়ুয়া,তসলিম উদ্দিন, নাজমুল হুদা,রফিকুল ইসলাম,ইয়াছমিন আকতার,বেবি,জান্নাত আরা,তানজিনা সুলতানা,সোহেল,ইউনুছ মিয়া প্রমুখ।