জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে ১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে গাছবাড়িয়া সাব-রেজিস্টার অফিস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তাহার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাব-রেজিস্টার শর্মি পালিত।
এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে,অফিস সহকারী দেবাশীষ বড়ুয়া,মোহরার রাজিব দেওয়ানর্জি,টিসি মোহরার বসন্ত বড়ুয়া,অতিরিক্ত মোহরার মো.টিপু সুলতান,রত্না চৌধুরী,জাবেদ হোসেন, মৌসুমী বড়ুয়া,সাইফুল ইসলাম,রাজন বড়ুয়া,তসলিম উদ্দিন,নাজমুল হুদা,রফিকুল ইসলাম,ইয়াছমিন আকতার,বেবি,জান্নাত আরা,তানজিনা সুলতানা,সোহেল,ইউনুছ মিয়া, নিয়াজুর রহমান প্রমুখ।